১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চীনের দেওয়া ১০০০ সয্যা হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
চীনের উপহারের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে নীলফামারীর সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হাজার হাজার মানুষের স্বতঃস্পুর্ত অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক এমপি এনকে আলম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অ্যাড. আলফারুক আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন,নীলফামারী সদরে এই আধুনিক হাসপাতাল স্থাপন করা হলে,যাতায়াতের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা ও সর্বনিম্ন খরচ হবে। নীলফামারীতে প্রস্তাবিত জায়গাটি দেশের উত্তরবঙ্গের সব জেলা থেকে অসাধারণ যোগাযোগ কেন্দ্র এবং রংপুর বিভাগের মাঝখানে অবস্থিত। এখান থেকে সৈয়দপুর বিমানবন্দর মাত্র ১০ মিনিটের পথ।নীলফামারী রেলস্টেশন থেকে এখানে আসতে অটো ভাড়া মাত্র ১০ টাকা। রংপুর বিভাগের কেন্দ্রবিন্দুত জায়গাটির অবস্থান হওয়ায় এ বিভাগের সব জেলা থেকে সড়ক পথ,রেলপথ ও আকাশ পথ সবদিক দিয়ে এরকম সুযোগ-সুবিধা আর কোথাও হবে না।এ জমি সরকারি পতিত সম্পত্তি হওয়ায় মালিকানা নিয়ে কোন জটিলতা নেই জমিটিরও উপযুক্ত ব্যবহার করা সম্ভব।

তারা আরো বলেন,সবার জন্য চিকিৎসা সেবা -জনগণ ও বিদেশীদের জন্য উপযোগী। চীনের বিনিয়োগ যেখানে হাসপাতালেও হবে সেখানে, চীনা নাগরিক ও বিদেশী কর্মীরা পাঁচ মিনিটেই সেবা পাবে। উত্তরা ইপিজেডে কর্মরত হাজারো শ্রমিক উপকৃত হবে-সাশ্রয়ী, দ্রুত, সহজ চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

উপস্থিত বক্তারা বলেন,নীলফামারী বাদে যদি অন্য কোন জেলায় হাসপাতাল নির্মাণ মানে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার হবে। সর্বোপরি নীলফামার জনসাধারণের সাথে প্রতারণা, দাতা দেশের ওয়াদার বরখেলাপ করা হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দুমকী উপজেলা, অসুস্থ গরুর মাংস বিক্রির করায় ২ জনকে জরিমানা

দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধিঃ অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে

সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায়

ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর মাসুদ হত্যাকান্ডের এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন গ্রেফতার

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি: গত ০৪/০৪/২০২৫ ইং শুক্তবার সকাল ১১.৩০ ঘটিকার সময় আসামী আল-আমিন (৪৫), পিতা-মৃত হানিফ মাস্টার, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট, জেলা-ভোলা

টঙ্গীতে আপন ভাই-বোন জোড়া খুন: সন্দেহভাজন হিসেবে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গীতে আপন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের মাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলাটি দায়ের করা হয় ১৯ এপ্রিল

Scroll to Top