মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:
গত ০৪/০৪/২০২৫ ইং শুক্তবার সকাল ১১.৩০ ঘটিকার সময় আসামী আল-আমিন (৪৫), পিতা-মৃত হানিফ মাস্টার, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট, জেলা-ভোলা এর সঙ্গীয় ৩০/৪০ জনসহ দুলারহাট থানাধীন হাসানগঞ্জ ৪নং ওয়ার্ডস্থ ভিকটিম মাসুদ (৩৮), পেশা-দিনমজুর, পিতা-আব্দুল খালেক, থানা-দুলারহাট ও জেলা-ভোলাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
ঘটনার পরপরই আসামী আল-আমিনসহ সাথে থাকা অন্যান্য আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়। ঘটনা সংক্রান্তে ভিকটিম এর ভাই রায়হান (২৭), পিতা-আব্দুল খালেক, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট ও জেলা-ভোলা এর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানার মামলা নং-০৩ তারিখ: ৫-৪-২০২৫ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৪৪৮/৩৮৫/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
মামলাটির তদন্তভার এসআই (নিঃ)/নুরুল ইসলাম খান, দুলারহাট থানা, ভোলাকে অর্পন করা হয়।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন যে, আসামী আল-আমিন ভিকটিম মাসুদ এর বাসায় গিয়ে ২,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। মাসুদ চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামী আল-আমিন তাহার সাথে থাকা অন্যান্য আসামীদের নিয়ে ভিকটিম মাসুদকে পিটিয়ে হত্যা করে। উল্লেখ্য যে, আসামী আল-আমিন দুলারহাট থানাধীন আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক, মহোদয়ের দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তাসহ দুলারহাট থানা পুলিশের একটি টিম এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন (৪৫) ‘কে ডিএমপি, ডিবির সহায়তায় ঢাকা মতিঝিল থানা এলাকা হতে গত ১৭/০৪/২০২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে।