২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাবি ভর্তিচ্ছুদের জন্য জবি ছাত্রদলের হেল্প ডেস্ক

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছেন জবি শাখার ছাত্রদল।

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় এই হেল্প ডেস্ক স্থাপন করে শাখা ছাত্রদল।

হেল্প ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করে শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।

হেল্পডেস্কে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ আরো অনেকে।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন জানান, “জবি ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের সুবিধা দিতে সবার আগে উপস্থিত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়েও আমরা যেমন বুথ স্থাপন করে আমরা সেবা দিয়েছি, ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জবি কেন্দ্রে সুবিধা দিতে আমরা এগিয়ে এসেছি।”

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “আমরা সব সময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি । ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি । এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।”

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল হলো মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। তাই শিক্ষার্থীদের সহযোগিতায় আমাদের এই আয়োজন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইস্টার সানডে উপলক্ষ্যে জবিতে ছুটি ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন,জবি প্রতিনিধি: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের এক

রাবির ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “এ” ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ

ঢাবিতে সিট: ভুলক্রমে জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের “এ” ইউনিট ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সিট পড়ে পরীক্ষার্থী মুতারসিন আলীর। কিন্তু ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে

জবি ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শাখা ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির অভিযোগে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।

Scroll to Top