ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শাখা ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির অভিযোগে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পরীক্ষা চলাকালীন চুরির চেষ্টার এই ঘটনাটি ঘটে।
জানা যায়, দুপুর আড়াইটা থেকে জবি কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা উপলক্ষে হেল্প ডেস্কের ব্যবস্থা করেন জবি শাখা ছাত্রশিবির। পরীক্ষা শুরু হলে ডেস্কে থাকা পরীক্ষার্থীদের ফোন ধরে টান দেয় অভিযুক্ত ব্যক্তি। এই সময় দায়িত্বরত শিবিরের কর্মীরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয়-ঠিকানা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ডেস্কে দায়িত্বরত শিক্ষার্থী বখতিয়ার ইসলাম বলেন, “আমরা তখন ৭ থেকে ৮ জন ডেস্কে ছিলাম। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় আমাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে ফোন নেওয়ার চেষ্টা করে। আমরা খেয়াল করামাত্রই তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করি।”
নিকটস্থ কোতোয়ালি থানার ওসি মো. ইয়াসিন শিকদার বলেন, “সে ফোন চুরি করতে পারেনি। তার আগেই শিক্ষার্থীরা তাকে আটক করে। এখন সে আমাদের হেফাজতে আছে।