২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি

নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ ১০-১৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এই রাস্তা শুধু রুহাই গ্রামের নয়, আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তাছাড়া চলনবিল একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায়, রোহাই হয়ে চলনবিলগামী এই রাস্তা দিয়ে ছুটির দিন ও বিভিন্ন উৎসবে কমপক্ষে ১০-১৫ হাজার পর্যটক যাতায়াত করেন। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে ভ্রমণ আনন্দের পরিবর্তে হয়ে ওঠে দুর্ভোগের যাত্রা।
অত্র ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, পর্যটক নগরী বিলসার একমাত্র রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা দরকার। বর্ষা মৌসুমের আগে উক্ত সংস্কার কাজটি শেষ করে জনদুর্ভোগ থেকে জনগনকে পরিত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসক ও গুরুদাসপুর ইউএনও মহোদয় এর নিকট তিনি আকুল আবেদন করেন।

অত্র ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আমিনুল হক মিঠু বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে আছে। মাঝে মাঝেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি সংস্কার করা এলাকাবাসীর প্রানের দাবী।

সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ জোসনা বেগম বলেন, রাস্তাটি পাশ্ববর্তী উপজেলা তারাশ থেকে গুরুদাসপুর পর্যন্ত যোগাযোগেরও একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটির এমন করুণ অবস্থায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ এবং হতাশ।

স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি এবং সাধারণ জনগণ জানিয়েছেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আজও মিলেনি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে তারা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন এর কাছে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে এই রাস্তাটি সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করেন এবং চলনবিলগামী পর্যটকদের নিরাপদ ভ্রমণের সুযোগ নিশ্চিত করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ, গণসমাবেশ

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের

দুমকী উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, হত্যাকারি মির মনির আটক করেছে জনতা।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৯

Scroll to Top