মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি
নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘ ১০-১৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এই রাস্তা শুধু রুহাই গ্রামের নয়, আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম। তাছাড়া চলনবিল একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায়, রোহাই হয়ে চলনবিলগামী এই রাস্তা দিয়ে ছুটির দিন ও বিভিন্ন উৎসবে কমপক্ষে ১০-১৫ হাজার পর্যটক যাতায়াত করেন। কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে ভ্রমণ আনন্দের পরিবর্তে হয়ে ওঠে দুর্ভোগের যাত্রা।
অত্র ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, পর্যটক নগরী বিলসার একমাত্র রাস্তাটি অতি দ্রুত সংস্কার করা দরকার। বর্ষা মৌসুমের আগে উক্ত সংস্কার কাজটি শেষ করে জনদুর্ভোগ থেকে জনগনকে পরিত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসক ও গুরুদাসপুর ইউএনও মহোদয় এর নিকট তিনি আকুল আবেদন করেন।
অত্র ৩নং ওয়ার্ড সদস্য মোঃ আমিনুল হক মিঠু বলেন, দীর্ঘদিন যাবৎ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরে আছে। মাঝে মাঝেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি সংস্কার করা এলাকাবাসীর প্রানের দাবী।
সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ জোসনা বেগম বলেন, রাস্তাটি পাশ্ববর্তী উপজেলা তারাশ থেকে গুরুদাসপুর পর্যন্ত যোগাযোগেরও একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটির এমন করুণ অবস্থায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ এবং হতাশ।
স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি এবং সাধারণ জনগণ জানিয়েছেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আজও মিলেনি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে তারা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন এর কাছে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে এই রাস্তাটি সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘব করেন এবং চলনবিলগামী পর্যটকদের নিরাপদ ভ্রমণের সুযোগ নিশ্চিত করেন।