২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দুমকি উপজেলায়, নানীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আটক নাতি মনির

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, হামলার পরে ৯০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কে ধর্ষণের পর হত্যার অভিযোগে মীর মনিরুজ্জামান মনির (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

অপরদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। হামলায় আহত বৃদ্ধা মহিলার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

শনিবার(১৯ জুলাই) দিবাগত আনুমনিক ১২ টায় রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানার বাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মীরা বাড়ি এলাকায়। তার বাবার নাম মৃত হোসেন আলী মিরা।

স্থানীদের ভাষ্য, গভীর রাতে বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে তিনি। টাকা না পেয়ে বাবুল খানকে পিটিয়ে নীলা ফুলা জখম করেন তিনি মনির। তান্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করা হয় বলে এলাকাবাসী জানান।

রাশিদা বেগম বলেন, ওদের(মনির) সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে সে। তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছি আমি।

অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

দুমকি থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনাটির এখনও তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সোনালী ব্যাংকের অফিসার পরিচয়ে প্রতারনা, অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক একাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ৪জন প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর

রাজবাড়ীর ইসলামপুরে উচ্চমুল্য ফসল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুননগর গ্রামের মাঠে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পেটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস) এর আওতায় উচ্চমূল্য ফসল প্রদর্শনীর আওতায় মাঠ

ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলি সহ ২ জন চোর আটক

  খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলি সহ দুই জন চোর কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শনিবার(১৯ এপ্রিল)

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কাঠালিয়ায় অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা

Scroll to Top