১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ধুলিহর প্রতিনিধি ও বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বাবু। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের নায়েবে মাস্টার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ও ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আ: করিম,জামায়াত নেতা মনিরুল ইসলাম ফারুকী,রফিকুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মহিবুল্লাহ।

সভায় আরো উপস্থিত ছিলেন গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক সংবাদ সংযোগের জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান সুমন,বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার ইমাম হোসেন, সাংবাদিক ইদ্রিস আলী,বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী ও সহ সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল,দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যকারী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ ও সুজন ঘোষসহ সকল সদস্যবৃন্দ।

সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে সক্রিয় ‘স্যাবোটাজ লীগ’: বিশ্লেষকদের মত

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে নানা ষড়যন্ত্র

দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইলে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপি নেতা ফজলুর রহমানের বিতর্কিত ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা

মনোহরদী পৌর জামায়াতে ইসলামী উদ্দ্যোগে বাজার কল্যাণ সমিতির আয়োজনে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং মনোহরদী বাজার কল্যাণ সমিতির আয়োজনে হোটেল নূরজাহানের হলরুমে এক বিশেষ ব্যবসায়ী মতবিনিময়

Scroll to Top