মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ ৬ দফা দাবির প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে শিক্ষকরা বলেন, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
তারা আরও বলেন, দেশের ক্রান্তিকালে জাতির মহাসংকটে দায়িত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা মানুষের মনে আশার আলো জাগিয়েছেন। বিশেষ করে শিক্ষাখাতে দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটিয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ন্যায়সঙ্গত দাবি পূরণে আশাবাদী।
স্মারকলিপিতে উল্লিখিত ৬ দফা দাবি নিম্নরূপ:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রস্তুতকৃত স্টাডি রিপোর্টের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন।
২. ২০০৮ সালে জারি করা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার।
৩. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কিন্তু কোডবিহীন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোড নম্বরের আওতায় আনা।
৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; যার মধ্যে থাকবে পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা ইত্যাদি সংবলিত “নীতিমালা-২০২৫” অনুমোদন।
৫. প্রাথমিক বিদ্যালয়ের আদলে অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা।
৬. প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলার অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বৈষম্যহীন পরিবেশ গঠনে এই ৬ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আমরা প্রধান উপদেষ্টার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।”
স্মারকলিপি প্রদান কার্যক্রমে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।