নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে এবং সবাই মুক্তভাবে মতপ্রকাশ করতে পারছেন। তবে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে পুনরায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এ বিষয়ে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২০ এপ্রিল) খেলাফত মজলিসের সঙ্গে এক আন্তদলীয় আলোচনায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর দলটির নেতাকর্মীরা দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও সম্প্রতি তারা রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে এবং রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে।
এই প্রেক্ষাপটে নাহিদ ইসলাম বলেন, কোনোভাবেই যাতে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সচেতন ও একত্রিত থাকতে হবে।
তিনি আরও জানান, মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন স্থগিত, এবং জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতিসহ আটটি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একমত হয়েছে খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐকমত্যের ভিত্তিতে একটি “জুলাই সনদ” প্রণয়ন করে মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে তার দল।