রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে সংবাদ প্রচারকে কেন্দ্র করে গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কাইয়ুম শেখ এর উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে শিবচরের পাচ্চর এলাকার চীপাখোলা ব্রিজের উপর কাইয়ুম শেখের উপর একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। সাংবাদিক কাইয়ুম শেখ জানায় এ ঘটনায় নেতৃত্ব দেন শিবচর উপজেলা যুবদলের নেতা রুবেল মুন্সি। তাঁর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক কাইয়ুম শেখকে গুরুতরভাবে আঘাত করে।
ঘটনার খবর পেয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রতন শেখ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং আহত কাইয়ুম শেখকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজৈর উপজেলা শাখা এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। বিবৃতি প্রদান করেন: এস এম ফেরদৌস হোসাইন সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রাজৈর উপজেলা শাখা।
এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা কাইয়ুম শেখের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।