২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএসসি কৃষিবিদদের মর্যাদা প্রতিষ্ঠায় ৬ দফা দাবি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রিধারী কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন এবং ছয় দফা দাবি উত্থাপন করেছেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, স্নাতক কৃষিবিদদের প্রতি যে অবিচার ও বৈষম্য চলছে, তা দ্রুত নিরসন করতে হবে।

তাদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:
১. দশম গ্রেডের চাকরি (যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা) বিএসসি ও ডিপ্লোমা উভয় শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে।
২. বিসিএস ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদে নিয়োগ বন্ধ করতে হবে এবং ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতির পথ রুদ্ধ করতে হবে।
৩. বিএডিসি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বন্ধ করতে হবে।
৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম অনুসরণ ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষিদ্ধ করতে হবে।
৫. স্নাতক কৃষি ডিগ্রির বাইরে “কৃষিবিদ” উপাধি ব্যবহার নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষিভিত্তিক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে শুধুমাত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে সীমিত রাখতে হবে।

বাকৃবির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক মাসুম বলেন, “ডিপ্লোমাধারীদের ৮ দফা দাবির মধ্যে অনেকগুলোই বাস্তবতা ও ন্যায়ের নিরিখে অযৌক্তিক। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, যেন এসব দাবি গ্রহণ না করা হয়।”

তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন ইমন বলেন, “বিএসসি কৃষিবিদরা কৃষিতে নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত সৃষ্টিতে সবসময়ই অগ্রণী। অথচ ডিপ্লোমাধারীদের এসব দায়িত্ব দিলে খাদ্য নিরাপত্তা ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভুট্টার হলুদ আভায় ঝলমল বালিয়াকান্দির কৃষকের উঠান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে বেড়েছে ভুট্টার আবাদ। পুরো বালিয়াকান্দি উপজেলায় এবার কয়েক জাতের ভুট্টা লাগিয়েছে চাষিরা। যেমন- পাঠান, মহাজাদু,

ভারতে ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ ভারতের সংসদে বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবীতে রাজবাড়ীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (২১

ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি

সরকারি অনুদানপ্রাপ্ত হলেও অচল অবস্থায় সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  নলছিটি উপজেলার সরমহল এলাকার সরকারি অনুদানপ্রাপ্ত সরমহল ফয়জিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা কার্যত অচল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠানটি

Scroll to Top