মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভেজাল কৃষি ঔষধ ও কীটনাশক বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২১) এপ্রিল বিকালে খোকসা পৌরবাজারে অবস্থিত গণেশের সার ও কীটনাশক দোকানে এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দোকান মালিক গণেশ চন্দ্রের ছেলে পিয়াস চন্দ্রকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালিত হয় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমানের অভিযোগের প্রেক্ষিতে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, “ভেজাল পণ্য কৃষিতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবারও প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে এবং অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।