লালন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
ঈশ্বরদী কলেজে বৈষম্য বিরোধী ছাত্রদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি ছাত্রদলের। ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন এমন দাবি করেন পাবনা জেলা ছাত্রদলে সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
ঢাকার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় উদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্কার করতে ঈশ্বরদী কলেজ ছাত্রদলের গতকাল সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদল সহ-সভাপতি ও ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা খালিদ বিন প্রার্থীবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যাম আগরতলা বিকি, সংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, পাবনা জেলা ছাত্রদল সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী কলেজ ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, শ্রাবণ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, পৌর ছাত্রদল নেতা সোহেল রাহাত মোহন ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমেদ টিটু।
লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ এনে বলেন তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে তাদের কয়েকজন আহত হয়েছে বলে আমরা শুনেছি। এতে ছাত্রদলের কোন সংশ্লিষ্টতা নেই। তারা বলেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাঞ্চাল করতেই তারা একই দিনে কর্মসূচি দিয়েছে।
এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নামে কুরুচিপুর্ণ বক্তব্য ও মন্তব্য করে।
পরে ছাত্রদল নেতৃবৃন্দ বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও আসামীদের শাস্তির দাবি করেন।