নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক এবং দেশের সার্বিক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে যে কথা হয়েছে তার বিষয়ে আজ বিএনপির দলীয় কার্যলয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযুদ্ধা নজরুল খানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির নেতা কর্মীদের সাথে আলোচনা করেন।
আজ ২১ এপ্রিল (সোমবার) বিকাল ৫টায় বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে লিয়াজো কমিটির সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি সাংবাদিকদের বলেন, আপনারা জানেন আমরা দীর্ঘ ১৭ বছর গনতন্ত্র ও ভোটের জন্য আন্দোলন করেছি। আমরা দল মত নির্বিশেষে সবাই মিলে একজোট হয়ে ৫ ই আগষ্ঠ ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনাকে বিদায় করেছি।দীর্ঘ ৮ মাস দেশ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলমান রয়েছে।আমরা ড. ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করেছি।
তিনি আরো বলেন, দেশ তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বহির্বিশ্বে তার পরিচিতি ব্যাপক।তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা তার কাছে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এটা আমাদের প্রত্যাশা তার কাছে। আমরা এর আগে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেছি তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি।
আমরা তাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতীর সামনে উপস্থাপন করেছি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, খুলনা মহানগর সভাপতি এস এম সাইফুদ্দোহা, লেবার পার্টির যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মোঃ মিরাজ খান প্রমুখ।