২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের মানববন্ধন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জবির ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, সদস্য সচিব শামসুল আরেফিনসহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, “জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা অতীতেও নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। আমরা তো একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। একজন ছাত্রনেতা ও শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশে যেন আর কোনো শিক্ষার্থী এ ধরনের নির্মমতার শিকার না হয়। ছাত্রদল আর কোনো মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতাকে হারাতে চায় না।”

অন্যদিকে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করবে, এটা কি কল্পনা করা যায়? এমন আচরণ আমরা ফ্যাসিবাদের হাতিয়ার ছাত্রলীগের আচরণে ও কাজে দেখতে পাই। সন্ত্রাসীরা যে দলের, যে মতেরই হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “ছাত্রদলের নেতা হত্যার পরও কোনো মিডিয়া কভারেজ নেই, মিডিয়া চুপ। আমরা কি আবারো কোনো ফ্যাসিস্ট শাসনের অধীনে বসবাস করছি?”

কর্মসূচি শেষে নেতাকর্মীরা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাসে কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবারে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২১

সামাজিক মাধ্যমে কৃষি ডিপ্লোমা বনাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি কৃষি ডিপ্লোমার এক শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার নিজস্ব মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পরপরই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিএসসি কনফারেন্স রুম এ “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন

রবিউল শিকদার, ববি প্রতিনিধি রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন

Scroll to Top