২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবারে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তারা ক্যাম্পাসে কাথা-বালিশ নিয়ে রাত্রীযাপনের কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, “বহুদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ পাচ্ছি না তাদের কাছ থেকে। তাই আমরা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি।”

শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবিকে সামনে রেখে এই আন্দোলন শুরু করেছেন। দাবিগুলো হলো:

১. বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি বাজেটে অন্তর্ভুক্ত করা।

২. ২য় ক্যাম্পাস, পুরান ঢাকার হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণকাজ আগামী ১৫ দিনের মধ্যে দৃশ্যমানভাবে শুরু করা।

৩. ২য় ক্যাম্পাস ও হল নির্মাণসংক্রান্ত কাজের অগ্রগতি প্রতি ১৫ দিন পরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশাসনের পক্ষ থেকে জানানো।

 

দাবিগুলোর পক্ষে সমর্থন আদায় করতে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শিক্ষার্থীরা তালিকা আকারে আগামী ০৭ দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন:

২২ এপ্রিল: কাঁথা-বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ

২৩ এপ্রিল: উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান

২৪ এপ্রিল: বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মুক্তমঞ্চে সরাসরি আলোচনা

২৫-২৬ এপ্রিল: খোলা চিঠি ও অনলাইন প্রচারণা

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে তারা কাঁথা-বালিশ নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে রাত্রিযাপন করবেন।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, “আমরা আমাদের মৌলিক অধিকারগুলোর জন্য দিনের পর দিন অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদের কথা শুনছেন না। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। কাঁথা-বালিশ নিয়ে আসার অর্থ হলো, আমরা এখানেই থাকব, দাবি আদায় না হওয়া পর্যন্ত সরব না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের এই অভিনব কর্মসূচি ইতোমধ্যে পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা রফিক ভবনের কাউন্সিলিং সেন্টারকে জবির অস্থায়ী হল-১ ঘোষণা করে নেমপ্লেট লাগিয়ে দিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহীতে ডিপ্লোমা নাসিং কোর্সকে ডিগ্রি করার দাবি

মো: ইসমাইল হোসেন রাজশাহী প্রতিনিধি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ,

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের মানববন্ধন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ

সামাজিক মাধ্যমে কৃষি ডিপ্লোমা বনাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি কৃষি ডিপ্লোমার এক শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার নিজস্ব মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পরপরই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

পবিপ্রবি-তে দূর্যোগ পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর টিএসসি কনফারেন্স রুম এ “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি

Scroll to Top