হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধি :
ভ্যাটিকান শহর থেকে জানানো হয়েছে,(সোমবার) সকাল ০৭: ৩৫ মিনিটে পোপ গুরু এই জগতের হিসাব মায়া ত্যাগ করে, ঈশ্বরের কাছে চলে গেছেন।পোপ গুরু ফ্রান্সিসকো ২০১৩ সালে পোপ গুরু নির্বাচিত হন ভ্যাটিকান শহরে।
পোপ গুরু দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। গত রবিবার ২০ এপ্রিল ধর্মগুরু শেষ বারের মতো ভ্যাটিকানের সান পিয়েত্র স্কয়ারে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ ক্যাথলিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পাচকোয়ার / স্টার সানডে প্রার্থনায় অংশ নেন। উৎসব শেষ ভাষণ দেবার মুহূর্তে আরো অসুস্থ তা বেড়ে যায়। জানাযায় ৮৮ বছরের পোপ গুরু শ্বাসতন্ত্রের জটিলতায় মৃত্যুবরণ করেছেন। ধর্মীয় প্রথা অনুযায়ী মৃত পোপের সৎকার ও অন্যান্য দাপ্তরিক কাজ শেষে- কার্ডিনালদের মধ্যে ভোটাভুটি হবে নতুন পোপ গুরু নির্বাচন করার জন্য।