নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং বেশ কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯৩১ জনে।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এরপর প্রায় দুই মাস শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার হামলায় এখন পর্যন্ত আরও ১ হাজার ৮৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই ইসরাইল এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।