২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ফের ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং বেশ কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯৩১ জনে।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এরপর প্রায় দুই মাস শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার হামলায় এখন পর্যন্ত আরও ১ হাজার ৮৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই ইসরাইল এই হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের

মালয়েশিয়ায় সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসী দেশে ফেরত

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় সাজা ভোগ শেষে ২২ বাংলাদেশিসহ মোট ৫০ জন বিদেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি

শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন

Scroll to Top