আবু বকর হারুন, ইউএই প্রতিনিধি
ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সমন্বয়ক, প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব, সমাজসেবক ও মানবাধিকারকর্মী, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মাওলানা আসগর সালেহীর দ্রুত আরোগ্য কামনায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সানাইয়ার এবিসি কোম্পানি ফ্লাই মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা শেখ নুরুল আবসার সাহেবের সুস্থতার জন্যও দোয়া করা হয়।
গত জুমা দিবসে খুতবার উদ্দেশ্যে বেরিয়ে কাজিরহাটের কাছে ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আসগর সালেহী, তার বড় ছেলে মুহাম্মাদ এবং সাংবাদিক নজরুল ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনার বিবরণ অনুযায়ী, একটি সিএনজি রিকশার হঠাৎ আচরণে সংঘর্ষ এড়াতে গিয়ে তিনি রাস্তার পাশ দিয়ে একটি ঘরের বেড়া ভেঙে পড়েন। এতে তার বাম হাতের কনুই ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং সম্ভাব্য অস্ত্রোপচারের প্রস্তুতিতে রয়েছেন।
২০ এপ্রিল মাগরিব বাদ অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন নয়ন এবং দোয়া পরিচালনা করেন দারুল উলূম হাটহাজারীর সাবেক মহাপরিচালকের পুত্র মাওলানা মুহাম্মদ আনাস আফাজী (দা.বা.)।
উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা তৈয়ুব, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জয়নাল, মাওলানা বখতিয়ার হোসেনসহ আরও অনেকে।
মাওলানা আনোয়ার হোসেন বলেন, “মাওলানা আসগর সালেহী ও মাওলানা আবসার সাহেব প্রবাসী ওলামা পরিষদের প্রতিষ্ঠাকালীন অন্যতম দুই স্তম্ভ। তাঁদের সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্য আমরা দোয়া করছি।”
এ সময় কিছুদিন পূর্বে ওমানে সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা আবু ওবাইদা (হা.)-এর জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক মাওলানা আসগর সালেহী একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব—তিনি যেমন একাধারে সমাজকর্মী, লেখক ও সাংবাদিক, তেমনি একজন সাহসী রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, নিপীড়িত মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
তিনি ভূজপুর প্রবাসী ওলামা পরিষদসহ একাধিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক, যেখান থেকে তিনি প্রবাসী ও স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মানবিক যে কোনো সংকটে তিনি পাশে দাঁড়িয়েছেন একজন নির্ভরযোগ্য বন্ধু, সহমর্মী এবং কর্মী হিসেবে। তার নেতৃত্ব, সততা এবং মানবিক মূল্যবোধ আজ সমাজের অনেকের জন্য প্রেরণার উৎস।