মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নং ব্রিজ এলাকায় আজ (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ আহাম্মেদ (৪৫) নামে এক পাঠাও বাইকচালক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে লালপুরের উদ্দেশ্যে রওনা হওয়া বাইক আরোহী মাসুদের সাথে গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় নসিমনের সামনের অংশে থাকা রড তার বুক ভেদ করে চলে যায়।
নিহত মোঃ মাসুদ আহাম্মেদ ঢাকার লালবাগ থানাধীন হোসেন উদ্দিন খান ২য় লেনের ৪৭/১ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা। তার পিতার নাম সামিউল আলম। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন এবং পাঠাও-এর মাধ্যমে বাইক রাইড শেয়ার করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ব্যক্তিগত কাজে শ্বশুরবাড়ি কলসনগর, লালপুরে যাচ্ছিলেন। তার শ্বশুরের নাম ওমর হাজী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদ নিজ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নাটোরের দিকে আসছিলেন। পথে কাছিকাটা ব্রিজের পূর্ব পাশে বিপরীতমুখী গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়।
পরবর্তিতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।