২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুরে গরুবাহী নসিমনের সাথে মুখোমুখী সংঘর্ষে পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নং ব্রিজ এলাকায় আজ (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গরুবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ আহাম্মেদ (৪৫) নামে এক পাঠাও বাইকচালক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে লালপুরের উদ্দেশ্যে রওনা হওয়া বাইক আরোহী মাসুদের সাথে গরুবাহী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় নসিমনের সামনের অংশে থাকা রড তার বুক ভেদ করে চলে যায়।
নিহত মোঃ মাসুদ আহাম্মেদ ঢাকার লালবাগ থানাধীন হোসেন উদ্দিন খান ২য় লেনের ৪৭/১ নম্বর হোল্ডিংয়ের বাসিন্দা। তার পিতার নাম সামিউল আলম। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন এবং পাঠাও-এর মাধ্যমে বাইক রাইড শেয়ার করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ব্যক্তিগত কাজে শ্বশুরবাড়ি কলসনগর, লালপুরে যাচ্ছিলেন। তার শ্বশুরের নাম ওমর হাজী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আহমেদ নিজ মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নাটোরের দিকে আসছিলেন। পথে কাছিকাটা ব্রিজের পূর্ব পাশে বিপরীতমুখী গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়।

পরবর্তিতে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ চীনের অর্থায়নে চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। এ সময়

কিশোরগঞ্জের ইটনায় চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা খুন 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা

চীনের উপহারের একটি হাসপাতাল দক্ষিনাঞ্চলে করা ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক করার দাবিতে নলছিটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  চিনের উপহারের একটি হাসপাতাল নলছিটি উপজেলার দপদপিয়ায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে অথবা কুমারখালি মরা নদীর ১২০

লালমনিরহাটের ধরলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের ধরলা নদীতে ডুবে এরফান আলী নামের ১২ নামের এক শিশুর মৃত্যু হযেছে। রোববার(২০ এপ্রিল) বিকেলে ধরলা নদীর চর থেকে

Scroll to Top