নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সরকারের আমলের পাঁচ সাবেক সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিও জানান। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১১টার দিকে গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার এবং এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করলে, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তা মঞ্জুর করেন।
আসামিদের আদালতে হাজির করা হলে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে তাদের প্রতিক্রিয়া জানান। পরে এসব সাবেক মন্ত্রী ও এমপিকে কঠোর নিরাপত্তার মধ্যে কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতে আনা হয় এবং একই নিরাপত্তায় ফেরত নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকি আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।