২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ আমলের সাবেক পাঁচ এমপির ওপর ডিম নিক্ষেপ, গাজীপুরে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সরকারের আমলের পাঁচ সাবেক সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিও জানান। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টার দিকে গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি জরুল ইসলাম মজুমদার এবং এনটিএমসি প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। পরে আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করলে, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ওমর হায়দার তা মঞ্জুর করেন।

আসামিদের আদালতে হাজির করা হলে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে তাদের প্রতিক্রিয়া জানান। পরে এসব সাবেক মন্ত্রী ও এমপিকে কঠোর নিরাপত্তার মধ্যে কেরানীগঞ্জ ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতে আনা হয় এবং একই নিরাপত্তায় ফেরত নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকি আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রাইম এশিয়ার পারভেজ হত্যা: কুমিল্লা থেকে এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের

শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন

নকশা লঙ্ঘন করে নির্মিত ৩ হাজার ৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: নকশা ব্যত্যয়ের কারণে ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে তা ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন

Scroll to Top