২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার অভিযান ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক রাজবাড়ীর নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালিয়াকান্দী উপজেলার রামদিয়া বাজারের নিউ সুপার আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা,আনন্দবাজার আমিরুল স্টোরকে ৩ হাজার টাকা,ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সবজি ও পেঁয়াজ হাট এবং খাদ্য সামগ্রীর দোকানে তদারকি চালানো হয়।

তদারকিকালে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, প্রতিশ্রুত পণ্য মুল্যে তালিকা প্রদশর্ন না থাকায় যথাযথভাবে সরবরাহ না করাসহ নিষিদ্ধ পণ্য প্রদর্শনের মতো অপরাধের প্রমাণ পায় অধিদপ্তর। এবং বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সাধারণ মানুষের মাঝে ভোক্তা-সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময়, বালিয়াকান্দী উপজেলার সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কাজী পনিরুজ্জামান , রাজবাড়ী জেলা পুলিশের একটিদল এ কার্যক্রমে সহয়োগিতা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জনস্বার্থে এই ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ২ শিক্ষক গ্রেফতার

মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ২শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডা. এফ.আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত

পাগুরিয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন দুই সন্তানের জনক কৃষক মিলাদ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ভাইদিঘি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার

গোয়াইনঘাটে পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম

দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৫ মি: দৈর্ঘ্য সেতু

ভাঙ্গুড়ায় প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ পাবনা ভাঙ্গুড়ায় ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা- নগদ অর্থ) কর্মসূচি ও গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর নগদ অর্থ)কর্মসূচির সভাপতি

Scroll to Top