মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ২শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডা. এফ.আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালিন সময়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শিক্ষকরা হলেন, শাহানশাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আল মামুন ও একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান। জানা গেছে, ওই ২ শিক্ষকের কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালনের অনুমতি না থাকা সত্বেও কেন্দ্র সচীবকে ম্যানেজ করে অবৈধ উপায়ে অতিরিক্ত ৩টি শীট সংগ্রহ করে তাতে প্রশ্নপত্রের উত্তর লিখে পরীক্ষা কক্ষে সরবরাহের উদ্যোগ নেন। কিন্তু তার আগেই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পরেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
কেন্দ্র সচীব ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন ঘটনার সত্যতা শ্বীকার করে বলেন, শিক্ষকদ্বয়কে পুলিশ এসে থানায় নিয়ে গেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছিল কিন্তু তার আগেই তাদের আটক করা হয়েছে। এ ব্যপারে কেন্দ্রের ট্যাগ অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করেছেন।