২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষিবিদদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বাকৃবিতে শিক্ষকদের কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি :

কৃষিবিদদের সাথে কৃষি ডিপ্লোমাধারীদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান স্বাক্ষরিত কমিটির তালিকাটি প্রকাশিত হয়।

ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবুর রহমান। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ হাম্মাদুর রহমান, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল কাদের, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকার, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোঃ আমির হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জনাব শরীফ আর রাফি। সদস্য-সচিব হিসেবে থাকছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন বলেন, “গতকাল প্রকাশ্যে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের দ্বন্দ্বে আমরা অন্তত দুঃখিত। আমরা কৃষিবিদদের তরফ থেকে এই ঘটনার নিন্দা জানাই। আমরা কৃষি শিক্ষার সাথে জড়িত শিক্ষকবৃন্দ সকল কৃষিবিদদের স্বার্থে ন্যায্য জায়গায় আমাদের সমর্থন জানাই। কৃষিবিদদের যেকোনো অবমাননার বিরুদ্ধে আমরা সোচ্চার। তোমাদের আমরা সর্বোচ্চ সমর্থন দিচ্ছি। আমরা আন্তরিকভাবে চাই সরকার এই সমস্যাটি সুদৃষ্টি দিয়ে দেখুক এবং সম্মানজনকভাবে একটি সমাধান দিক।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আরসিআরইউ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি: সত্যের সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল)

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল, সম্পাদক মাহমুদ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক

রাজশাহীতে ডিপ্লোমা নাসিং কোর্সকে ডিগ্রি করার দাবি

মো: ইসমাইল হোসেন রাজশাহী প্রতিনিধি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ,

Scroll to Top