মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন নেতাকে গ্রেফতার করেছে।
গত রোববার (২০ এপ্রিল) দিবা গত রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডারবাজি, হত্যা চেষ্টা, দলীয় কোন্দলে সহিংসতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশের একটি বিশেষ দল একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আ*টক’কৃতরা হলেন—উপজেলার পুটিমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মো. ছদর উদ্দিন, পিতা- মৃত- বদিউজ্জামান, নিতাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ারুল ইসলাম। তিনি স্থানীয় ইউপি সদস্য। সে পানিয়াল পুকুর গ্রামের মৃ*ত আশরাফ আলী ছেলে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খোকন ও আওয়ামীলীগ নেতা নুর হোসেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।