২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমতলীতে শালীকে নিয়ে উধাও দুলাভাই রনি খান

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলীতে ছোট বোনকে (১৬) নিয়ে উধাও স্বামী রনি খাঁন। বোনের সুখের কথা বিবেচেনা করে স্বামীকে তালাক দিলেন স্ত্রী ফাহিমা আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে মঙ্গলবার দুপুরে।

জানাগেছে, ২০২০ সালে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রফেজ খাঁনের ছেলে মোটর সাইকেল চালক রনি খাঁনের সঙ্গে পুর্ব চিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয়। ওই দম্পতির তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালে অর্থ সংঙ্কটে পরে ফাহিমা কাতার যান। ওই সুবাধে তার স্বামী রনি খাঁন ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন।

গত বছর জুলাই মাসে ফাহিমা বাড়ীতে আসেন। প্রতিবেশীদের মুখে স্বামী রনি খাঁনের সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেয়নি। রবিবার রাতে স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যায়। স্বামীর এমন কর্মকান্ডে ক্ষুব্দ হয়ে স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার তাকে তালাক দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন, স্বামীর অনৈতিক কর্মকান্ড সইতে না পেরে স্ত্রী ফাহিমা স্বামী রনি খাঁনকে তালাক দিয়েছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাধ জানিয়েছেন এলাকাবাসী।

স্ত্রী ফাহিমা আক্তার বলেন, স্বামী রনি খাঁন-ছোট বোন যখন সুখ চেয়েছেন তাদের সুখ দিয়েছি। ছোট বোনকে বিয়ে করে স্বামী যখন সুখে থাকতে চেয়েছে আমি তাকে তালাক দিয়ে তাদের জীবন থেকে সরে এসেছি। তিনি আরো বলেন, আমি দোয়া করি তারা সুখে-শান্তিতে থাকে। আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দেব।

স্বামী রনি খাঁন শালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে বাড়ী পাঠিয়ে দিয়েছি। স্ত্রী তাকে তালাক দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আমাকে আমার স্ত্রী তালাক দিয়েছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে,শালিকা তার সঙ্গেই আছেন।

আমতলী পৌরসভার বিবাহ রেজিষ্ট্রার মোঃ মিজানুর রহমান বলেন, ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খাঁনকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন। আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি।

আমতলী থানার ওসি মোঃ আলিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা আটক

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ কিশোরগঞ্জে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন নেতাকে গ্রেফতার করেছে। গত রোববার (২০ এপ্রিল) দিবা গত রাতে নীলফামারীর

কাঠালিয়ার কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ার কচুয়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন। আজ ২২ এপ্রিল মঙ্গলবার

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হলেন শ্রীমঙ্গলের আমিনুল ইসলাম : অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদানে পেলেন সম্মাননা

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি: আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলা শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম চলতি বছরের

মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মো: জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: আওয়ামী সৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ

Scroll to Top