২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে হামলার প্রতিবাদে ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তদন্তে নেমেছে এনআইএ

নিজস্ব প্রতিবেদক:

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার ঘটনায় পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার প্রতিবাদে কাশ্মীরজুড়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে গণপরিবহন ব্যবস্থাতেও, যার ফলে জনজীবনে ভোগান্তি বেড়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, পহেলগামের এই ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। হামলার তদন্তে ইতোমধ্যে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) মাঠে নেমেছে। সংস্থাটির একটি টিম শ্রীনগরে পৌঁছেছে এবং আরও কয়েকটি টিম সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পরিকল্পনা করছেন।

ভারতের সংবাদমাধ্যমগুলো হামলার জন্য পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়েবার সঙ্গে সম্পর্কিত একটি সংগঠনকে দায়ী করছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, যাকে লস্কর-ই-তৈয়েবার ছায়া সংগঠন বলে দাবি করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং দ্য গার্ডিয়ান জানায়, ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামের একটি কম পরিচিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় নিয়েছে। তাদের ভাষ্যমতে, কাশ্মীরে ৮৫ হাজারের বেশি বহিরাগত বসতি স্থাপন করায় জনসংখ্যার গঠন পরিবর্তিত হচ্ছে, যা এই হামলার প্রধান কারণ বলে তারা দাবি করেছে। তবে এই দাবি কতটা সত্য তা যাচাই করা যায়নি।

কাশ্মীরে এই হামলার পরবর্তী প্রতিক্রিয়া এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল। অঞ্চলটিতে বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থার আভাস মিলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের কড়া জবাব, ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন সংকট

নিজস্ব প্রতিবেদক: পেহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক জরুরি বৈঠকে ভারতীয় নাগরিকদের

কুয়েট ভিসি ও প্রোভিসির পদত্যাগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর মধ্যে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও অন্তত ৪৫ জন নিহত হয়েছেন এবং আহত

Scroll to Top