২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়তে চাই: উপাচার্য

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য কাজ করছে বর্তমান প্রশাসন। শিক্ষক সংকট, ক্লাশরুম সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, গুনগত উচ্চশিক্ষা ও সমৃদ্ধ গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশ সেরা বিদ্যাপীঠে পরিণত করা সম্ভব। এজন্য তিনি শিক্ষার্থীদের সময় নষ্ট না করে পড়ালেখা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করার আহবান জানান।

আজ বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীকে ২০২৪ সালের মেধাবৃত্তি প্রদান করা হয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাকৃবিতে বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  স্বেচ্ছায় রক্তদাতাদেরর সংগঠন বাঁধনের শহীদ নাজমুল আহসান হলের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল)

নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি ইবির নারী শিক্ষার্থীদের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টার

বাকৃবির কেবি কলেজের ৩২ শিক্ষার্থীর রোভার স্কাউটে দীক্ষা গ্রহণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) রোভার স্কাউট ইউনিটের দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল)

ইবি রিপোর্টার্স ইউনিটিতে কার্যনির্বাহী কমিটির নির্বাচন, নেতৃত্বে তিতলী ও রিমন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Scroll to Top