মোঃ শেখ সাদী, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে নকলা উপজেলা ১নং গণপদ্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল রহমান জিয়া নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন করেন।
ঘটনা গত ১৭ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার শেরপুর জেলা নকলা উপজেলায় গণপদ্দী ইউনিয়ন আদমপুরে গ্রামে বিলের ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হয় । সেই ঘটনার থানায় জিয়া সহ, ২৫ জনকে আসামি করে আরো ২০_২৫ অজ্ঞাত রেখে নকলা থানার মামলা দায়ের করা হয় ।
এ ঘটনায় প্রতিবাদে আজ ২৩/০৪/২০২৫ সংবাদ সম্মেলন করেন তিনি এর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন , গত (১৭/০৪/২০২৫ ) ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না । আমাকে এখানে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি করার জন্য ও ইউনিয়নে আমার সুনাম নষ্ট করার জন্য আমাকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি সেই মামলার তদন্ত অফিসার কে আহ্বান করে বলেন, ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত করে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাই। আর ঘটনার সঠিক তদন্ত করে , যে প্রকৃত অপরাধীর তার বিচার করার দাবি জানান। আর তার নামে যারা মিথ্যা মামলা করে, হয়রানি করার চেষ্টা করছে । তাদের বিচারের দাবি জানান!
আর এতে তার এলাকাবাসী লোকজন বলেন জিয়ার একজন ভালো মনের নেতা তিনি কারও সাথে কোনো প্রকার অন্যায় আচরণ ও ক্ষমতার অপব্যবহার করে না। সবার সাথে সে মিলেমিশে চলে। আর তারাও বলেন ঘটনার সময় জিয়ার ঘটনাস্থলে ছিলেন না। জিয়ার কে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রত্যাহার করার দাবি জানাই । সেই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায় এলাকাবাসী।