নিজস্ব প্রতিবেদক:
ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও অন্তত ৪৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার আলজাজিরা ও আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানায়, বুধবার রাতে গাজা শহর ও আশপাশের এলাকায় চালানো ইসরাইলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। একই সঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মোট ৫১ হাজার ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬ জন।
গাজার বিভিন্ন এলাকায় এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে হামাসের সঙ্গে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বিমান হামলা শুরু করে ইসরাইল। ফলে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত নতুন করে আরও এক হাজার ৯২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।
জাতিসংঘের তথ্যমতে, এই বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গাজায় চলমান আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।