২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক:

ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও অন্তত ৪৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। বৃহস্পতিবার আলজাজিরা ও আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানায়, বুধবার রাতে গাজা শহর ও আশপাশের এলাকায় চালানো ইসরাইলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। একই সঙ্গে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মোট ৫১ হাজার ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬ জন।

গাজার বিভিন্ন এলাকায় এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে হামাসের সঙ্গে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বিমান হামলা শুরু করে ইসরাইল। ফলে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত নতুন করে আরও এক হাজার ৯২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

জাতিসংঘের তথ্যমতে, এই বর্বর হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গাজায় চলমান আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কুয়েট ভিসি ও প্রোভিসির পদত্যাগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন।

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর মধ্যে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের

এবার পেপ্যাল নিয়ে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন । এসময় তাদের আলোচনায় পেপ্যাল প্রসঙ্গ

নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি ইবির নারী শিক্ষার্থীদের

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টার

Scroll to Top