নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর মধ্যে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ. মার্টিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে, চট্টগ্রামে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পে (BTMIDP) ৬৫০ মিলিয়ন ডলার এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্পে (SSPRIT) ২০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক।
বে টার্মিনাল প্রকল্পটি নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে, যার মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত। অন্যদিকে, এসএসপিআইআরআইটি প্রকল্পটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর এবং অর্থ বিভাগ যৌথভাবে বাস্তবায়ন করবে, যার মেয়াদ শুরু হবে জুলাই ২০২৪ থেকে এবং চলবে ২০৩০ সালের জুন পর্যন্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (BTMIDP) এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প (SSPRIT)-সহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন পায়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে তিন হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন চার হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা। ১৬টি প্রকল্পের মধ্যে ১৩টি নতুন এবং তিনটি সংশোধিত প্রকল্প।