২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুয়েট ভিসি ও প্রোভিসির পদত্যাগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন। বুধবার (২৩ এপ্রিল) রাতে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক সংকট নিরসন এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে নতুন নিয়োগ দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সময়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে ১৪ এপ্রিল রাতে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলে উত্তেজনা বাড়ে। এরপর উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সোমবার থেকে আমরণ অনশন শুরু করেন।

দীর্ঘ ৫৮ ঘণ্টার অনশনের পর বুধবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খানের হস্তক্ষেপে শিক্ষার্থীরা জুস পান করে অনশন ভাঙেন।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ‘কুয়েট ১৯’ নামক ফেসবুক পেজে শিক্ষার্থীরা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা জিতেছি। আমার ভাইরা জিতেছে। মাছুদ পদত্যাগ করেছে!’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগে নাম গোপন রাখার নিশ্চয়তা উপাচার্যের

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিং সংক্রান্ত অভিযোগকারীর নাম গোপন রাখা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ চাই; ২৪ ঘন্টার আলটিমেটাম জবির শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে পুষ-পুত্তলিকা দাহ করেছেন জবির শিক্ষার্থীরা। একই সাথে তার পদত্যাগের জন্য ২৪

শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরদারে বাকৃবি ও কাসেটসার্টের চুক্তি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের (কেইউ) মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে যা দুই বিশ্ববিদ্যালয়ের

পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের কড়া জবাব, ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন সংকট

নিজস্ব প্রতিবেদক: পেহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক জরুরি বৈঠকে ভারতীয় নাগরিকদের

Scroll to Top