২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভোলায় চাকরী স্থায়ীকরণের দাবিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে ভোলায় বিক্ষোভ করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। বুধবার (২৪এপ্রিল) সকালে ভোলা শহরের কালীবাড়ি রোডে উপ-পরিচালক কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীর এই বিক্ষোভ অংশ নেয়। এসময় তারা দাবি না মানা পর্যন্ত আগামী ২৬ এপ্রিল ২০২৫ তারিখের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান। পিডিএফ ভোলা অঞ্চল কর্মকর্তা-কর্মচারীরা এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেন।
এসময় বক্তরা বলেন, দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্য দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন কাজ করলে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা ও স্থায়ী কর্মীদের পদোন্নতি না দেওয়া তারা মানবতার জীবন যাপন করছে। স্বল্প বেতনে তাদের সংসার চালানো কষ্ট হচ্ছে। তাই দ্রুত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ভোলা অঞ্চল কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী সোহাগ, কার্যকরী সভাপতি মোহাম্মদ মনির হোসেনসহ ভোলা অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সিরাজগঞ্জে বেড়েছে যুবলীগ কর্মী ফেরদৌস ও আলী আশরাফের উৎপাত,আতংকে সাধারণ মানুষ

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: ৫ই আগষ্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হলেও পতন হয়নি স্বৈরাচারী দোসরদের। মাথা উঁচিয়ে আবারও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তারা।

সিরাজগঞ্জের বহুলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে জামাত কর্মীর ধর্ষণের অভিযোগ

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামে জামায়াতের কর্মীর বিরুদ্ধে তারই আপন ছোট চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ

নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গনে চরম ভোগান্তি এলাকাবাসীর: স্থায়ী সমাধানে উদ্যোগ ইউএনও’র

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পুকুর পাড় ভাঙনের কারণে চরম ভোগান্তিতে ছিলেন পাশ্ববর্তী এলাকার

জৈন্তাপুর বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা খাদ্য গুদাম (এলএসডি)’তে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি

Scroll to Top