২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জবি রেজিস্ট্রারের পদত্যাগ চাই; ২৪ ঘন্টার আলটিমেটাম জবির শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের পদত্যাগের দাবিতে পুষ-পুত্তলিকা দাহ করেছেন জবির শিক্ষার্থীরা। একই সাথে তার পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে অসদাচরণ করায় এই দাবি তুলেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কতৃক শিক্ষার্থী হেনস্তার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, “গিয়াস উদ্দিন চায় কি, গোলামি আর দালালি” ; “গোলামি না আজাদি, আজাদি আজাদি” ; “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো” ; “এক দুই তিন চার, রেজিস্ট্রার তুই গদি ছাড়” ; “কুয়েট শিক্ষা নে, গদি তুই ছাইড়া দে”। এসব বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এই সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রের যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, “রেজিস্ট্রার একজন সাম্রাজ্যবাদী কলোনিয়ালিস্ট। আমরা কলোনিয়ালিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না। মেরুদণ্ডহীন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই না। এরপরে অপ্রত্যাশিত কিছু হলে, তার জন্য দায়ী থাকতবে প্রশাসন।”

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহৃবায়ক মাসুদ রানা বলেন, “ফ্যাসিস্টদের দোসর শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে এখনো সক্রিয়। আমরা মনে করেছিলাম, ৫ আগস্টের পরে তারা আর থাকবে না। ক্যাম্পাসে সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়েছেন। এই রেজিস্ট্রার হলেন সেই স্বৈরাচারী সরকারের দোসরের একজন। ভালোই ভালো নিজের ডিপার্টমেন্টে ফিরে যান। সময় থাকতে সাবধান হয়ে যান। ফ্যাসিস্টদের কোন প্রশাসনিক জায়গায় থাকতে দিবো না।”

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব জানান, “বাংলাদেশ পিছিয়ে আছে, কারণ সব জায়গায় অযোগ্যদের দায়িত্ব দেয়া হয়েছে। একজন একাডেমিক ব্যক্তিকে কেন রেজিস্ট্রারের জায়গায় বসানো হয়েছে, সেই উত্তর দিতে হবে। ক্ষমতা যদি আপনার হাতিয়ার হয়, তাহলে ছাত্ররা ইতিহাসের আশ্রয় নিবে। ২৪ ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে হবে। অব্যাহতি দেয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থী ও জবি ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, “এভাবে বলা হয়েছে যে, আমাদের কোন প্রকার আবাসনের দ্বায়িত্ব আমাদের থাকা খাওয়ার দ্বায়িত্ব নাকি প্রশাসনের নয়। দীর্ঘদিন ধরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটের ভুক্তভোগী। আজ যদি আমাদের এই আবাসন সংকট না থাকতো তাহলে এই কথা গুলো আসতো না। একজন দ্বায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য যদি এমন হয় যে আমার অধিনস্ত শিক্ষার্থীদের দ্বায়িত্ব আমার নয়। এটা কখনোই হতে পারে না।”

জানা যায়, গত সোমবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল চুরির ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য একজন ভুক্তভোগী শিক্ষার্থীকে সাথে নিয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব। এই সময় শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন দাবির কথা জানান ইভান। কিন্তু রেজিস্ট্রার সমাধান না করে উল্টো ইভানের সাথে দুর্ব্যবহার করে তাকে রুম থেকে বের করে দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগে নাম গোপন রাখার নিশ্চয়তা উপাচার্যের

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিং সংক্রান্ত অভিযোগকারীর নাম গোপন রাখা

শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরদারে বাকৃবি ও কাসেটসার্টের চুক্তি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের (কেইউ) মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে যা দুই বিশ্ববিদ্যালয়ের

পটুয়াখালী ভার্সিটিত ‘Inspiring Role Model Talks for the Future Leaders in STEM’ শীর্ষক ফায়ারসাইড চ্যাট ইভেন্ট অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার , দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক বর্ণাঢ্য ও অনুপ্রেরণামূলক ফায়ারসাইড চ্যাট আয়োজিত হয়েছে “Inspiring Role Model

কুয়েট ভিসি ও প্রোভিসির পদত্যাগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন।

Scroll to Top