মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পুকুর পাড় ভাঙনের কারণে চরম ভোগান্তিতে ছিলেন পাশ্ববর্তী এলাকার মানুষ। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ-এর প্রচেষ্টায় এবং তত্ত্বাবধানে পুকুর পাড় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে পুকুর পাড় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুল ইসলাম।
এছারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, উপজেলা বিএমডিসি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা রতন সাহা, গুরুদাসপুর শাখা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান সরকার রাসেল, নাটোর জেলা কৃষক দলের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মুক্তা, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকুবুল রহমান রাজা, প্রমুখ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এবং গণমাধ্যমকর্মীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুল ইসলাম পুকুর সংস্কার কাজের উদ্বোধন শেষে বক্তব্যে বলেন, “সরকারি সম্পদের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম দায়িত্ব। এই পুকুর পাড় নির্মাণের ফলে যেমন বসতবাড়ি রক্ষা পাবে, তেমনি সৌন্দর্যবর্ধন ও পানি সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।”
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, পুকুর পাড় ভেঙে পড়ায় বর্ষাকালে বসতঘরে পানি ঢুকে যায়, মাটি সরে যাওয়ায় ঘরবাড়ির ভিত দুর্বল হয়ে পড়ে এবং শিশু ও বয়স্কদের চলাচলে ভয় থেকে যায়। এই নির্মাণ কাজ তাদের দীর্ঘদিনের এক প্রত্যাশা পূরণ করবে।
মাঝপাড়ার বাসিন্দা বৃদ্ধা রওশন-আরা বেগম বলেন, “প্রায় দশ বছর ধরে এই সমস্যায় ভুগছি। ইউএনও ম্যাডামের হস্তক্ষেপ না হলে হয়তো আর কোনও দিন এ সমস্যার সমাধান হতো না। আমরা কৃতজ্ঞ।”
এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একদিকে যেমন সরকারি সম্পদ রক্ষা পাবে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনমানও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা।