জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামে জামায়াতের কর্মীর বিরুদ্ধে তারই আপন ছোট চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,আসামী মো: মাহমুদুল হাসান (৩৮) পিতা-মৃত আবু বক্কার সিদ্দিক, সাং-খাগা, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর বিরুদ্ধে অভিযোগ করছি, উক্ত আসামী আমার সম্পর্কে চাচাতো ভাই। উক্ত আসামী ও আমি একই বাড়ীতে বসবাস করি।
আমি বর্তমানে ছোনগাছা বাজারে ভ্যাটেনারী দোকান পরিচালনা করিয়া আসিতেছি। আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী মোছা: সানজিদা খাতুন (১৯) একাকি বাড়ীতে অবস্থান করে। উক্ত আসামী প্রায় ০৩ মাস যাবৎ আমার স্ত্রীর দিকে কু-দৃষ্টি দিয়া আমার স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। আমার স্ত্রী বিষয়টি আমাকে অবহিত করিলে আমি উক্ত আসামীকে আমার স্ত্রীর সহিত খারাপ আচরন করিতে নিষেধ করি এবং তার অবিভাবকসহ তার স্ত্রীকে ঘটনার বিষয় জানিয়ে বিচার দাবী করি।
এমতাবস্থায় চলাকালীন গত ইং ১৬/০৪/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমি আমার দোকানে অবস্থান করাকালীন আমার স্ত্রী রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত থাকে। উক্ত সময় বিদ্যুৎ চলিয়া গেলে উক্ত আসামী চুপিসারে আমার ঘরের ভিতরে ঢুকিয়া খাটের নিচে লুকাইয়া থাকে। আমার স্ত্রী রান্না ঘর থেকে আমার শয়ন ঘরের ভিতরে ঢুকিলে উক্ত আসামী অন্ধকারের ভিতরে খাটের নিচ থেকে বের হয়ে আমার স্ত্রীকে জাপটাইয়া ধরিয়া শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।
আমার স্ত্রী চিৎকার দেওয়ার চেষ্টা ধরিলে আমার স্ত্রীর মুখ চাপিয়া ধরে। আমার স্ত্রী ধস্তাধস্তি করিলে উক্ত আসামী আমার স্ত্রীকে ছাড়িয়া দিয়া ঘর থেকে বের হয়ে যায়। আমি দোকান থেকে বাড়ীতে ফিরিলে আমার স্ত্রী আমাকে ঘটনার বিষয়ে অবহিত করে। পরবর্তীতে আমি ও আমার স্ত্রী আত্মীয়-স্বজনসহ আশপাশের মুরুব্বীদের ঘটনার বিষয় অবহিত করি। এলাকাবাসীর তথ্যমতে, মাহমুদুল হাসান আগে থেকেই মেয়েদের বিরক্ত করে বেড়াতো, তার বিরক্তের ফলে অনেকে গ্রাম ছাড়া হয়েছেন।
এলাকা বাসী আরও বলেন, তাদের টাকার জোর বেশি কিছু হলে সব কিছু টাকা দিয়েই ম্যানেজ করেন। এবং তাদের বিষয়ে কথা বলতে গ্রামের মানুষ বেশির ভাগ ভয় পায়, আর এই ঘটনাই তার বিরুদ্ধে এবার প্রথম নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু টাকা পয়সা দিয়ে তা ধামা-চাপা দেওয়া হয়েছে।
এই বিষয়ে মাহমুদুল হাসান বলেন,আমি ঐদিন সন্ধ্যার সময় বাসায় ছিলাম না আমি কিছু জানি না। তবে মাহমুদুল হাসান এই প্রতিবেদককে মামলার হুমকি এবং ফেসবুকে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করেছে বলে প্রতিবেদককে হুমকি দিতে থাকে নিউজ না করার জন্য। এলাকাবাসী,দ্রুত এই অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে।