২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোয়েন্দা ব্যর্থতার ফলাফল, ভারত সরকারের জবাবদিহিতার দাবি: ওয়াইসি

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে গোটা ভারত। এই ঘটনায় ২৬ জন নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকসহ বাকিরা সবাই ভারতীয়।

এই ঘটনার পর প্রথমবারের মতো মুখ খুললেন ভারতের জনপ্রিয় মুসলিম নেতা ও এআইএমআইএম (সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। ভারতের লোকসভার এ আইন প্রণেতা কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলাকে ‘গোয়েন্দা ব্যর্থতা’র ফলাফল বলে অভিহিত করে ভারত সরকারের জবাবদিহিতা দাবি করেছেন।

হায়দ্রাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওয়াইসি বলেন, ‘সন্ত্রাসীরা পেহেলগামে নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে হত্যা করেছে। এটি একটি বেদনাদায়ক ঘটনা এবং গণহত্যা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা করি সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কেন্দ্রের গৃহীত প্রতিরোধের নীতি কার্যকর কিনা, সেটি সরকারকে মূল্যায়ন করতে হবে। এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। সরকারকে তার প্রতিরোধ নীতি সফল কিনা তা বিশ্লেষণ করতে হবে, জবাবদিহিতা নির্ধারণ করতে হবে।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত, আহত ১৬৮

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১৬৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নেই, ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেলেও এ নিয়ে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,

পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরই অংশ হিসেবে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে তাদের নিজ দেশে

পেহেলগাম হামলায় নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার ভারতের

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কথা স্বীকার করেছে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)

Scroll to Top