২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে বিপথগামী সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পিতা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি

মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষার স্বার্থে এক হৃদয়বিদারক সিদ্ধান্ত নিয়েছেন মুরাদনগরের এক অভিভাবক। নিজের সর্বকনিষ্ঠ পুত্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল সম্পর্ক ছিন্ন করেছেন পিতা মোঃ মফিজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মফিজুল ইসলাম, পিতা- আব্দুল জব্বার, মাতা- রাজিয়া বেগম, গ্রাম- নগরপাড়, ডাকঘর- কোম্পানীগঞ্জ, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা— সম্প্রতি নোটারী পাবলিক, কুমিল্লা কার্যালয়ে এক হলফনামার মাধ্যমে (নং-৫৫৬/২৪-০৪-২০২৫) তাঁর পুত্র মোঃ নাঈম সরকার (১৯) এর সঙ্গে সকল পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, নাঈম সরকার একাদশ শ্রেণির ছাত্র হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। মদ, গাঁজা, ইয়াবাসহ নানা নেশাদ্রব্যে জড়িয়ে সে প্রতিনিয়ত পরিবারে অশান্তি সৃষ্টি করে। গভীর রাতে বাড়ি ফেরা, মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করাসহ অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। এমনকি ভিন্ন ধর্মের নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এমন কিছু কার্যকলাপেও সে লিপ্ত রয়েছে যা পরিবার ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।

বিষয়টি বিবেচনায় এনে পিতা মোঃ মফিজুল ইসলাম বলেন, “আমার সন্তানের এমন বিপথগামী আচরণে আমি গভীরভাবে মর্মাহত। বহু চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হয়েছি। পরিবার ও সমাজের সম্মান রক্ষার্থে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি।”

তিনি আরও জানান, এখন থেকে নাঈম সরকারের কোনো পারিবারিক সম্পত্তি, আর্থিক সুবিধা কিংবা আইনগত অধিকার থাকবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুত্রের সমস্ত অধিকার প্রত্যাহার করে নিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পিতার এমন সিদ্ধান্তকে সাহসী বললেও, অনেকেই বিষয়টি গভীর দুঃখ ও হতাশার সঙ্গে গ্রহণ করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তালা উপজেলায় জনতার উত্তাল প্রতিবাদ

সততার প্রতীক ইউএনও শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন   কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল ১০টায় তালা ডাকবাংলোর সামনে তালা উপজেলার সুযোগ্য

গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি- রাশিদুল, সম্পাদক- মিজানুর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি গুরুদাসপুরে এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘‘গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব’’ এর আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১

পটিয়া মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হকের ইন্তেকাল, জানাজা আজ রাত ৯টায়

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন : মশিউর রহমান সভাপতি, জেম হোসাইন সাধারণ সম্পাদক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের

Scroll to Top