নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এরই অংশ হিসেবে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২৫ এপ্রিল) তিনি নিজেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে এই নির্দেশ দেন।
সরকারি সূত্রগুলো বলছে, অমিত শাহ জানিয়েছেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে দ্রুত ফেরত পাঠাতে হবে। সাধারণ ভিসাধারীদের জন্য নির্দেশটি শুক্রবার রাত থেকেই কার্যকর হচ্ছে। তবে যেসব পাকিস্তানি নাগরিক মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসার জন্য অবস্থান করছেন, তাদের ২৯ এপ্রিলের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।
সব রাজ্যে এই দুই ধরনের নির্দেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীদের কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “নির্দিষ্ট সময়ের পর পাকিস্তানি নাগরিকরা যেন ভারতে অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একাধিক ভারতীয় গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে। জানানো হয়েছে, অমিত শাহ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলে এই নির্দেশ দিয়েছেন।
এদিকে, পেহেলগামে হামলাকারীদের ধরতে জোর তৎপরতা চলছে। চার সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে সরকার। প্রত্যেকের সন্ধান দিলে ঘোষণা করা হয়েছে ২০ লাখ রুপি করে পুরস্কার। হামলাকারীদের একজন আসিফ শেখ ও আরেকজন আদিল হুসেন ঠোকরের নাম প্রকাশ করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে তাদের বাড়িতে বিস্ফোরণ ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জঙ্গিরা সেনার নজর এড়াতে গভীর জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে বৈসারন পৌঁছেছিল। তারা পথ চিনতে ব্যবহার করেছে ‘আল্পাইন কোয়েস্ট’ নামের একটি বিশেষ ম্যাপিং অ্যাপ, যার জন্য পূর্বে প্রশিক্ষণ নেওয়া হয়েছিল।
পেহেলগাম হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ঘোষণা করেছিলেন, হামলাকারীদের খুঁজে বের করে ‘কল্পনাতীত শাস্তি’ দেওয়া হবে।