নিজস্ব প্রতিবেদক:
কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেলেও এ নিয়ে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর বিরোধ “একভাবে না একভাবে মিটে যাবে”।
শুক্রবার (২৫ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ওই সীমান্তে ১,৫০০ বছর ধরে উত্তেজনা রয়েছে, তাই এটা নতুন কিছু না। তারা যেকোনোভাবে না কোনওভাবে বিষয়টি সমাধান করে ফেলবে।” তিনি আরও বলেন, “এটি ছিল একটি খারাপ (সন্ত্রাসী হামলা)।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উভয় দেশের নেতাদের তিনি চেনেন, তবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান বিরোধ দীর্ঘদিনের হলেও সম্প্রতি পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন।
এই ঘটনার পর ভারতের সীমান্তবর্তী এলাকা ও জম্মু-কাশ্মীরজুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বৃহস্পতিবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ গোলাগুলি হয়।
এদিকে জাতিসংঘ দুই দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
ভারত সরকার এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। তবে পাকিস্তান ভারতীয় দাবিকে তীব্রভাবে অস্বীকার করে এটিকে “ফলস ফ্ল্যাগ অপারেশন” বলেছে।