২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষ্ণচূড়ার আগুনরাঙা হাসি, সোনাইলের শান্ত সৌন্দর্য বেরোবিতে

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বুকে স্থাপিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন এপ্রিলে রূপ নিয়েছে এক রঙিন ক্যানভাসে। ক্যাম্পাসজুড়ে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া ও লাল সোনাইলের মনোহর রূপ, যা শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, প্রতিটি শিক্ষার্থীর মনেও এক অনাবিল প্রশান্তি এনে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পাশে, মূল ফটক এবং কেন্দ্রীয় মাঠের আশপাশে কৃষ্ণচূড়া গাছগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। আগুনরাঙা পাপড়িগুলো যেন একেকটি জ্বলন্ত কবিতা, রোদের আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের সৌন্দর্য। পাশাপাশি, লাল সোনাইল গাছের নরম লালচে বর্ণের ফুলগুলো এই বসন্তের প্রকৃতিকে করেছে আরও মাধুর্যময়।

শিক্ষার্থীরা কেউ ছবি তুলছে, কেউ বসে কবিতা লেখায় মগ্ন, আবার কেউবা কেবল প্রকৃতির এই অপার সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলছে। এমন দৃশ্য দেখে কেউ সহজেই ভুলে যেতে পারে কংক্রিটের গ্যাঁটাকল, ক্লাসের চাপে ভরা মন।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন শান্তা বলেন, “প্রতিদিন সকালে যখন ক্যাম্পাসে আসি, কৃষ্ণচূড়া আর সোনাইলের ফুল দেখে মনটাই ভালো হয়ে যায়। মনে হয় প্রকৃতি যেন হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে।”

এ ক্যাম্পাস যেন শুধু শিক্ষার স্থান নয়, হয়ে উঠেছে এক খোলা আর্টগ্যালারি — যেখানে প্রকৃতি নিজেই শিল্পী, আর কৃষ্ণচূড়া ও সোনাইল তার রঙ-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছে জীবনের উচ্ছ্বাস।

কৃষ্ণচূড়া আর লাল সোনাইলের এই স্নিগ্ধ সৌন্দর্য যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় — প্রকৃতিকে ভালোবাসা, রক্ষা করা এবং উপভোগ করাই আমাদের প্রকৃত শিক্ষার অংশ হওয়া উচিত।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা-ময়মনসিংহ

পটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে।

বেরোবিতে রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে একাডেমিক

সাইকেল চুরি বন্ধে জবি প্রশাসনের পদক্ষেপ, টোকেন সিস্টেম চালু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের

Scroll to Top