১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। শনিবার (২৬ এপ্রিল) রাষ্টবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে রাজশাহী কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর ডা. হাসনা আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর প্রফেসর মু. যহুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা এখন বাংলাদেশ রোভার স্কাউট সদস্য। সব সময় ভাল কাজের দিকে থাকবে । দেশকে এগিয়ে নিয়ে যাও রাজশাহী কলেজেকে উজ্জ্বল করো এবং তোমাদের যোগ্যতা দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।

আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, রাজশাহী কলেজ রোভার স্কাউট আরএসএল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. মোঃ জহিরুল ইসলাম, কলেজ রোভার স্কাউট আরএসএল ও রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী ও কলেজ রোভার স্কাউট আরএসএল ড. মোছাম্মৎ ফাহমিদা আক্তার কুস্তরী।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

রাকিব হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত

৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

সাম্য হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ

Scroll to Top