নিজস্ব প্রতিবেদক:
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার এই শোকসভায় যোগ দিতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ক্যাথলিক কর্মকর্তা এবং হাজারো মানুষ।
পোপকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বহু বিশিষ্ট ব্যক্তি। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে, শুক্রবার ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটিতে আসেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শেষ বিদায়ে অংশ নিতে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন।