২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাকৃবিতে প্রথমবার পালিত হলো বিশ্ব মেধা সম্পদ দিবস

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

“আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে শেষ হয়। এরপর ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল অ্যাসিউর‌্যান্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ওই মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, বাংলাদেশে এবারই প্রথম সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একযোগে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে এবং যে পরিমাণ প্যাটেন্টেবল প্রোডাক্ট আছে তা আইপি এর জন্যে আতুর ঘর বলা যায় কিন্তু বাস্তবতা হলো যে অধিকাংশ গবেষকগণই নানা ধরণের আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের প্রোডাক্টের প্যাটেন্ট করার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে থাকেন। ইউজিসির মাধ্যমে ভবিষ্যতে যারা প্যাটেন্ট করাতে আগ্রহী, তাদের কাজগুলো সহজতর করার লক্ষ্যে একটা ল-ইয়ার প্যানেল তৈরীর মাধ্যমে অগ্রসর হওয়ার আশাবাদ ব্যক্ত করছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা-ময়মনসিংহ

পটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে।

বেরোবিতে রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে একাডেমিক

সাইকেল চুরি বন্ধে জবি প্রশাসনের পদক্ষেপ, টোকেন সিস্টেম চালু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের

Scroll to Top