২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভারতীয় সেনার বিস্ফোরক মন্তব্য: ‘কাশ্মীরে হামলা সাজানো’

নিজস্ব প্রতিবেদক:

ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে। তবে অনেকে পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করেছেন।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন, ‘আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি; যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা- জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়।  হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প- এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।  এমন এক হামলা যা বাইরে থেকে ‘জঙ্গি’ হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। সবচেয়ে সত্য কথা হলো এই- আমাদের সৈনিক, আমাদের সিপাহি কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন, তা আগে থেকেই সাজানো ছিল। ’

অশোক কুমার আরও বলেন, ‘একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা।  ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।’

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করে সারা দেশে যে

পাকিস্তানের প্রস্তাব: ভারতকে কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ তদন্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্তে ভারতকে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন । শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত, আহত ১৬৮

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১৬৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগে নেই, ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পেলেও এ নিয়ে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,

Scroll to Top