মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা পর্যায়ে “জাতীয় শিক্ষা পদক-২০২৫ইং”-এর প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির উদ্যোগে বড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“প্রাথমিক শিক্ষাই হচ্ছে জীবনের ভিত্তি। শিশুরা যদি প্রাথমিক পর্যায়ে সুশিক্ষা পায়, তাহলে তারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বড় ভূমিকা রাখবে।”
এসময় সেখানে জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান, মোতাহার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল জানান,“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৯ এপ্রিল রংপুর পিটিআইতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।