নিজস্ব প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠনে ভূমিকা রাখা এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা আইনজীবীদের একটি প্ল্যাটফর্মে সংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে।
এই উইং স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আইনি কাঠামো মেনে দেশব্যাপী আইনজীবী সমিতিগুলোতে কাজ করবে।
রোববার (২৭ এপ্রিল) রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে ভুক্তভোগীদের সার্বিক সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে এই উইংয়ের প্রধান কাজগুলোর অন্যতম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
প্রস্তুতি কমিটির কো-অর্ডিনেটর হিসেবে আছেন অ্যাডভোকেট সাকিল আহমাদ। সদস্যরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সালেহ উদ্দিন সিফাত, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. ছেফায়েত উল্যা এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।