রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের বুড়িমারী থেকে প্রতিদিন বুড়িমারী এক্সপ্রেস’চালুর দাবিতে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা জনতা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে এ মহাসড়ক অবরোধ করে রাখায় দূরপাল্লার বাস ট্রাকসহ-সব সকল ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
জানা গেছে গেলো বছরের ১২ মার্চ বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল কিন্তুু উদ্বোধনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও ট্রেনটি সরাসরি বুড়িমারী রেল স্টেশন থেকে এখনও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এই পরিস্থিতিতে নিয়ে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে সাধারণ মানুষ ভিষণ ভাবে ফুষে উঠেছে। তারা তাদের দাবি পূরণের লক্ষে এ মহা- সড়ক অবরোধ করছেন তারা।
মহা-সড়ক অবরোধকারীদের একটাই দাবি, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত তারা মহা-সড়ক অবরুদ্ধ করে রাখবেন ছাড়বেন না।
এদিকে অবরোধের ফলে মহা-সড়কের দুপাশে বহু দূরপাল্লার ট্রাক বাস আটকা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেএমনটাই জানাগেছে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঢাকা অভিমুখী একজন যাত্রীরা বলেন, আমারা এ অবরোধের কারণে চরম দুর্ভোগে পরেছি,।অন্যন্য যাত্রীগন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেকি- না তা বলা মুশকিল।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, তবে অবরোধকারীরা তাদের অবস্থানে কঠোর রয়েছেন। স্থানীয়দের দাবী তাদের দাবী পূরণ না হলে তারা মহা-সড়ক অবরোধ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অবরোধকারী সাধারণ জনতা।
উল্লেখ যে, গত ২১ এপ্রিল থেকে একই দাবিতে হাতীবান্ধা-পাটগ্রামের সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।এর ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটের চারটি উপজেলায় গত আট দিন ধরে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।