২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তর তিলকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় ২৮ এপ্রিল, সোমবার ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ৩টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে:

শাহজান মিয়ার মুদি দোকান, সুয়েব মিয়ার মুদি দোকান, হামিদ মিয়ার ফার্নিচারের দোকান, হাসন মিয়ার বসতঘর ।

ক্ষতিগ্রস্ত হামিদ মিয়া বলেন, “আমার জীবিকা ও সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই ফার্নিচারের দোকান। দোকানে প্রায় ৪ লক্ষ টাকার কাঠ ও বিভিন্ন ধরনের মেশিন ছিল। অনেক মানুষের অগ্রিম দেওয়া অর্ডারের কাজ চলছিল, যার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা এনে জিনিসপত্র সংগ্রহ করেছিলাম। এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন একেবারে শুন্য অবস্থায়।”

আগুন লাগার খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আশপাশের আরও বেশ কিছু দোকান ও বাড়ি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে বের করা হোক এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত ও যথাযথ সহায়তা প্রদান করা হোক। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের প্রক্রিয়া চলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২৮ বছর পর আদালতের রায়ে উচ্ছেদ অভিযানে জায়গা দখলমুক্ত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: আদালতের রায়ে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের ওয়ারিশের ১ একর ৭৪ শতক জমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

আমতলীতে ধারের টাকা না পেয়ে আত্মহত্যার হুমকি, টাকার দাবীতে বাড়ীতে অনশণ

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি : ধারের টাকা না দিলে আত্মহত্যার হুমকি দিয়েছেন চম্পা বেগম নামের এক নারী। একই সঙ্গে তিনি পাওনাদার মিরাজ হাওলাদারের বাড়ীতে

ভূজপুরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, দ্বিগুণ-তিনগুণ বিলের অভিযোগ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল

ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে গলা চেপে শ্বাস রোধে এক বৃদ্ধেকে হত্যা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ ডিমলায় নলকুপের পানি ক্ষেতে নিষ্কাশনের ড্রেন নির্মাণে বাধা দেয়ায় মহিউদ্দিন (৭৫) নামে বৃদ্ধের গলা চিপে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলে

Scroll to Top