মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) এবং আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)।
স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে ধান কাটার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।